Saturday , 4 May 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আদ্রা উত্তর
  3. আদ্রা দক্ষিণ
  4. আন্তর্জাতিক
  5. উপ-সম্পাদকীয়
  6. কুমিল্লা
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. জোড্ডা পশ্চিম
  10. জোড্ডা পূর্ব
  11. দৌলখাঁড়
  12. নাঙ্গলকোট
  13. নাঙ্গলকোট পৌরসভা
  14. নারী ও শিশু
  15. পেড়িয়া

নাঙ্গলকোটে অর্ধশত সড়কের বেহাল দশা; যাতায়াতে চরম জনদুর্ভোগ!

কুমিল্লার নাঙ্গলকোটের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সড়কের বেহাল দশায় যাতায়াতে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিগত কয়েক বছর ধরে সংস্কার না করায় জনগুরুত্বপূর্ণ এসব সড়কের বেহাল দশায় উপজেলার যোগাযোগ ব্যাবস্থা কার্যত ভেঙে পড়েছে। উপজেলার ছোট-বড় অন্তত অর্ধশতাধিক সড়কের প্রায় ১শ’ কিলোমিটার পথের বেহাল দশা বিরাজ করছে। পা বাড়ালেই অসংখ্য খানাখন্দ। এসব সড়ক দিয়ে এলাকাবাসীকে প্রতিনিয়ত চরম ভোগান্তির মাধ্যমে যাতায়াত করতে হচ্ছে। বর্ষাকালে বিধস্ত এসব সড়কগুলো দিয়ে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়।

উপজেলার বিভিন্ন এলাকার দুরবস্থাপূর্ণ উল্লেখযোগ্য সড়কগুলো হলো, নাঙ্গলকোট-খিলা সড়ক, জোড্ডা-দৌলখাঁড়-বক্সগঞ্জ সড়ক, নাঙ্গলকোট-মাহিনী সড়ক, বটতলী-মান্দ্রা সড়ক, অলিপুর-মন্তলী সড়ক, শান্তিরবাজার-পিপড্ডা সড়ক, ছুপুয়া-শান্তির বাজার সড়ক, রাজারবাগ-মান্দ্রা সড়ক, বাইয়ারা-বাহুড়া-মান্দ্রা সড়ক, দৌলখাড়-কানকিরহাট সড়ক, ওমরগঞ্জ-তুগরিয়া সড়ক, জিনিয়ারা-বক্সগঞ্জ সড়ক, ঘোড়াময়দান থেকে গোহারুয়া ২০ শষ্যা হাসপাতাল সড়ক, মানিকমুড়া বাজার-আটিয়াবাড়ি সড়ক, চাঁন্দগড়া-বটতলী সড়ক, তালতলা-বাইয়ারা সড়ক, বাঙ্গড্ডা-চারজানিয়া সড়ক, মৌকরা-মোড়েশ্বর সড়ক, বটতলী-দৌলখাঁড় সড়ক, কাশিপুর-মুরগাঁও সড়ক, মন্নারা-চৌকুড়ি সড়ক, ফতেপুর-তিলিপ সড়ক, আলিয়ারা-গোমকোট সড়ক, বাসন্ডা-বেল্টা সড়ক, ঝাটিয়াপাড়া- মাহিনী-কুকুরিখিল সড়ক, মৌকরা-নারান্দিয়া সড়ক, চৌকুড়ি-সাতবাড়িয়া সড়ক, নাঙ্গলকোট-মেরকোট সড়ক, মেরকোট-তুঘরিয়া সড়ক, মাধবপুর-নাঙ্গলকোট স্টিল ব্রিজ সড়ক, মেরকোট-লুদুয়া সড়ক, ডিপজল-গোমকোট-আলিয়ারা সড়ক, মৌকরা মাদরাসা থেকে আলিয়ারা সড়ক, তেজের বাজার-সিজিয়ারা বাজার-চালনা সড়ক, আনন্দ বাজার-সিজিয়ারা সড়ক ও মগুয়া-চিওড়া সড়ক।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আওয়তায় নির্মিত গুরুত্বপূর্ণ এসব সড়কে বড় বড় গর্তে ভরা। সড়কগুলোর ইট-সুরকি এবং কার্পেটিং উঠে ছোট-বড় খানাখন্দ সৃষ্টি হয়ে মরণফাঁদে পরিণত হয়েছে। এসব সড়ক দিয়ে যানবাহন এবং পথচারীদের চলাচলে ভোগান্তির শেষ নেই। খানাখন্দে পড়ে প্রতিনিয়ত নষ্ট হচ্ছে যানবাহন। অহরহ ঘটছে দুর্ঘটনা। ফলে সড়কগুলো দিয়ে পথচারীসহ সব ধরণের যানবাহনকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। সড়কগুলো দিয়ে যাতায়াত করে অসুস্থ হয়ে পড়তে হয় যাত্রীদের। রাস্তা খারাপের কারণে একঘণ্টার সময় পাড়ি দিতে সময় লাগে কয়েক ঘণ্টা। এতে সময় ও অর্থ ব্যয় হয় অনেক বেশী।

হেসাখাল গ্রামের অটোরিকশা চালক মনির খান বলেন, নাঙ্গলকোট-খিলা সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং ও ইট, সুরকি উঠে সড়কটি একেবারে যাতায়াত অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তা খারাপের কারণে প্রতিনিয়ত গাড়ী খারাপ হয়ে যায়। প্রতিদিন যা আয় করি তা গাড়ি মেরামতে খরচ হয়ে যায়। ফলে সংসার চালাতে অনেক কষ্ট হয়।

বাইয়ারা গ্রামের জসিম ভেন্ডার ও ব্যবসায়ী আরিফুর রহমান বলেন, বাইয়ারা-মান্দ্রা সড়কটি অন্তত ১০বছর যাবত সংস্কার না করায় এলাকাবাসীকে চরম দুর্ভোগের মধ্যে যাতায়াত করতে হচ্ছে। বর্ষার আগে সড়কগুলো মেরামত করা না হলে সামনে যাতায়াত করা আরো দুরুহ হবে।
উপজেলা প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন বলেন, নাঙ্গলকোটের কয়েকটি সড়কের সমস্যা রয়েছে। তার মধ্যে কয়েকটি সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে। কিছু সড়কের সংস্কার কাজ অনুমোদন ও টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে। পর্যায়ক্রমে সব গুলোর সংস্কার কাজ করা হবে।

সূত্র: দৈনিক যুগান্তর

সর্বশেষ - আন্তর্জাতিক