Friday , 3 May 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আদ্রা উত্তর
  3. আদ্রা দক্ষিণ
  4. আন্তর্জাতিক
  5. উপ-সম্পাদকীয়
  6. কুমিল্লা
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. জোড্ডা পশ্চিম
  10. জোড্ডা পূর্ব
  11. দৌলখাঁড়
  12. নাঙ্গলকোট
  13. নাঙ্গলকোট পৌরসভা
  14. নারী ও শিশু
  15. পেড়িয়া

উপজেলা নির্বাচন; নাঙ্গলকোটে জমজমাট ভোটের আভাস! লড়াই হবে ত্রিমুখী

কুমিল্লার নাঙ্গলকোটে উপজেলা নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচারণা এখন তুঙ্গে। এখানে চেয়ারম্যান পদে লড়াই করছেন তিনজন; যাদের দুজন আওয়ামী লীগ এবং একজন সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা। আওয়ামী লীগের প্রার্থীদের মাঠে ‘দাপট’ রয়েছে স্বাভাবিকভাবেই; তবে ‘বিএনপি’ প্রার্থীও ‘পিছিয়ে নেই’। তিনজনই সমানতালে চষে বেড়াচ্ছেন ভোটের মাঠ; ভোট প্রার্থনা করে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

প্রার্থীদের প্রচার ‘জমে উঠায়’ নির্বাচন ঘিরে ‘উৎসাহ-উদ্দীপনা’ বিরাজ করলেও ভোটারদের মাঝে শঙ্কাও আছে। ৮ মে প্রথম ধাপে এ উপজেলায় যে ভোট হবে, তাতে চেয়ারম্যান পদপার্থীদের ‘লড়াই’ জমবে বলে মনে করছেন তারা।

নাঙ্গলকোটে চেয়ারম্যান পদের জন্য দৌড়ে রয়েছেন, উপজেলার বর্তমান ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়া। আনারস প্রতীকের এ প্রার্থী নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। আরেকজন হলেন, নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান ভূঁইয়া বাছির। তিনি ঢালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে চেয়ারম্যান হওয়ার আশায় লড়ছেন দোয়াত কলম প্রতীকে।

আওয়ামী লীগের এই দুই প্রার্থীর সঙ্গে টক্করে রয়েছেন নাঙ্গলকোট উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলার মক্রবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছুপু। দলের নির্দেশ অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় সদ্য বহিষ্কার হয়েছেন। কাপ পিরিচ প্রতীক নিয়ে মাঠে রয়েছেন তিনি।

ভোটের পরিবেশ কেমন তা জানতে নাঙ্গলকোটের কয়েকটি এলাকার ভোটারদের সঙ্গে কথা বলেছে আলোকিত নাঙ্গলকোটের বিশেষ প্রতিনিধি। আওয়ামী লীগ আর ‘বিএনপি’র প্রার্থী মাঠে থাকায় নির্বাচনি পরিবেশ ‘জমজমাট’ রয়েছে। এই অবস্থায় ভোটারদের মধ্যে উদ্দীপনা থাকলেও তাতে কিছুটা ভাটা পড়েছে চির পরিচিত সেই ‘শঙ্কায়’। ভোটারদের কেন্দ্রে টানতে পরিবেশ অনুকূলে থাকা জরুরি বলে মনে করছেন তারা।

সর্বশেষ - আন্তর্জাতিক